‘শিশুশ্রম নয়, শিশুশিক্ষা চাই’ এমনই স্লোগানকে সামনে রেখে বড় মাপের শিশুশ্রম বিরোধী দিবস পালন করল আসানসোলের দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রাজক নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং আসানসোল চাইল্ড লাইন নামের সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আসানসোল রেল স্টেশনে অনুষ্ঠিত হ’ল শিশুশ্রম বিরোধী সমাবেশ। সংস্থার সম্পাদক সঞ্চিতা দে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন সম্রাজ্ঞী মুখোপাধ্যায়, সন্দীপ মুখোপাধ্যায়, কাজরী সেনগুপ্ত, অনুপম চক্রবর্তী, শ্রাবণী রায়, সোনী বর্মন প্রমূখ। রবিবার বেলা বারোটা নাগাদ অনুষ্ঠানটি শুরু হয়, চলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত।
আসানসোল রেলস্টেশনের অদূরে ডাঙ্গাল অনুরূপ শিশুশ্রম বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে শিশুরা অত্যন্ত আগ্রহের সঙ্গে বেলা ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে। সংস্থার উদ্দেশ্য- এমন সচেতনতা শিবিরের ফলে আগামীদিনে অভিভাবক- অভিভাবিকারা শিশুদের কর্মক্ষেত্র পাঠাতে দ্বিধাবোধ করবেন। পাশাপাশি শিশুরাও বিদ্যালয়মুখী হওয়ার জন্য জেদ ধরবে।
একবার যদি শিশুরা বিদ্যালয়ে যাওয়ার স্বাদ পেয়ে যায়, সেক্ষেত্রে হাজারো চেষ্টা করেও বিদ্যালয়ে যাওয়া থেকে বিরত করতে পারবেন না বাবা-মায়েরা। তাতেই এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির উদ্দেশ্য সফল হবে। সেইসঙ্গে শিশুরাও ভবিষ্যতের দিশা খুঁজে পাবে। যদিও সুফল মিলবে কি না সেকথা অবশ্য সময়-ই বলবে।
আসানসোল রেল স্টেশন থেকে মায়া লাহিড়ীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।