বিষ খেয়ে মৃত্যু হল বছর ছত্রিশের এক যুবকের। মৃত সেই যুবকের নাম সুকদেব বর্মন। বাড়ি ইটালের বিরামখণ্ড এলাকায়। তার মা-বাবা নেই, অনেকদিন মারা গেছেন। তার দু’ভাই থাকে বাইরে। স্বভাবতই, সে বাড়িতে একাই থাকতো। তার এক সৎ মাও আছে। কিন্তু, তারা আলাদা থাকে এবং সুকদেবও আলাদা থাকতো। একাকী জীবনের ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সুকদেব। অনুমান করা হচ্ছে, তার জন্যেই আত্মঘাতী হয়েছেন সুকদেব বর্মন। তদন্ত শুরু করেছে পুলিশ।