Raiganj: ব্যাটারি চোরদের ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ধৃত ২

আরও পড়ুন

ফের টোটোর ব্যাটারি চুরির ঘটনা ঘটলো শহরে। তবে এবারে পালানোর সময় হাতেনাতে ধরা পরে যায় ২ দুষ্কৃতী। তাদের ধরে গণধোলাই দেন এলাকার মানুষ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দেবীনগর সেরিকালচার অফিস সংলগ্ন এলাকার ২৬ নম্বর ওয়ার্ডে কৌতূহল দেখা দেয়। খবর ছড়াতেই একে একে ভিড় জমান বহু মানুষ।

পরে রায়গঞ্জ পুরসভার বিদায়ী কাউন্সিলার অভিজিত সাহা জানান, সানু ও বিট্টু নামের ধৃত ২ যুবক পরিচিত মাদকাশক্ত। একাধিকবার এলাকায় চুরির ঘটনায় জড়িত হিসেবে নাম উঠে এসেছে তাদের। প্রতিক্ষেত্রেই তাদের পুলিশ গ্রেফতারও করেছে। কিন্তু সংশোধনাগার থেকে বেরোনোর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তারা। সোমবারের টোটোর ব্যাটারি চুরির ঘটনাও এই যুবকদের-ই নিত্যনৈমিত্তিক কাজের অঙ্গ। সোমবার ওই এলাকারই এক গরিব, দুঃস্থ টোটোচালকের টোটোর ব্যাটারি চুরি করে অভিযুক্তরা। যার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। যদিও এদিন হাতেনাতে ধরে তাদের ল্যাম্পপোষ্টে বেঁধে গণপিটুনি দেন উত্তেজিত জনতা। পরে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারমুখী জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনা রুখতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিদায়ী কাউন্সিলর অভিজিৎ ওরফে বাপি সাহা। বিদায়ী কাউন্সিলর বাপিবাবু আর কি কি বলেছেন শোনাবো-

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close