Malda: যুবক খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার ২ বন্ধু

আরও পড়ুন

রবিবার সকালে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল পুরাতন মালদা ব্লকের সাহাপুর বাইপাস রোডের মাধাইপুর লক্ষ্মীপাথার এলাকায়। অবশেষে মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আর তদন্তের পর-ই দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা জানতে পারেন- মৃত ওই যুবকের বাড়ি পুরাতন মালদা থানার চালসাপাড়া এলাকায়।
অন্যদিকে, ওই যুবকের মৃত্যুর খবর শুনতে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং অবশেষে মালদা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃত যুবকের মা দুলু বিবি কি বলেছেন শুনব-

পুলিশি সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম মহঃ ইব্রাহিম (২২)। সন্দেহভাজনের তালিকায় তার-ই দুই বন্ধু টিংকু সেখ ও ফিরোজ সেখ তাদের বাড়ি মালদা থানার বিভিন্ন এলাকায়। পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা নিয়েও জিজ্ঞাসাবাদ চালাতে চায় পুলিশ। সোমবার অভিযুক্ত দুই যুবককে পুলিশি হেফাজতে ৭ দিনের জন্য আবেদন জানায় পুলিশ। এবিষয়ে ওই দুই অভিযুক্ত যুবক কি বলছে শুনুন-

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close