Mohor, Star Jalsha :অভিষেকের মৃত্যুই কি তাহলে ‘মোহর’ ধারাবাহিক শেষ হওয়ার কারণ? জানালেন প্রতীক

অভিষেকের আকস্মিক মৃত্যুই 'মোহর' ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার মূল কারণ

আরও পড়ুন

বছর আড়াই এর বেশি একসঙ্গে পথ চলা প্রতীক সোনামুনির ‘মোহর‘ ধারাবাহিকের মাধ্যমে। একসময় চলতি ধারাবাহিক গুলোর মধ্যে ‘বাংলার সেরা’ ধারাবাহিক এর তকমাও পেয়েছিল। ‘ ‘মোহর।
গত সপ্তাহে , ধারাবাহিক টি শেষ। খবর , অভিষেক চট্টোপাধ্যায় এর আকস্মিক প্রয়াণই ধারাবাহিক শেষ হয়ে যাবার মূল কারণ জানালেন”শঙ্খ রায় চৌধুরী” ওরফে প্রতীক সেন।
শেষ দিনের শুটে আবারও কি ফিরে গিয়েছিলেন সেই প্রথম শুরু হওয়া দিনটিতে ? খানিক বিষন্ন গলায় প্রতীকের দাবি , ” দিন গুলো বড্ডো ফাঁকা লাগছে শুধু কলকাতাতেই না শহরের বাইরেও যেখানে বাঙালি আছে সেখানে সবাই ”মোহর ” দেখছেন। ‘ শঙ্খ মাহরকে ‘ ভালোবাসছেন; আদি স্যার – অদিতি ম্যামকে জনপ্রিয় করে তুলেছে।”

প্রতীকের এও মনে পরে অভিনেতা সন্তু মখোপাধ্যায়কেও। ধারাবাহিকের শুরুতে তাঁর জেঠুর চরিত্রে ছিলেন সেই বর্ষীয়মান অভিনেতা। দারুন অভিনয় করতেন তিনি। মাত্র তিনমাস অভিনয় করার পরে তিনি আমাদের ছেড়ে চলে যান। এরপর উনার জায়গায় আসেন দুলাল চৌধুরী। প্রতীকের দাবি এই একটিও ধারাবাহিকে আমরা দুইজন মানুষ কে হারালাম , ‘মিঠুদার’ ফাঁক পূরণ করা যায়না এই ভেবে ‘মোহর’ ধারাবাহিকের কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন ,” এবার ধারাবাহিক শেষ করা যাক। জোর করে চালানোর মানে নেই ”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close