Raiganj: বিশ্ব যোগ দিবস এবার বিধানমঞ্চে

আরও পড়ুন

আগামী ২১ জুন, মঙ্গলবার রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব যোগ দিবস। পরিচালনায় থাকছে রায়গঞ্জ সঞ্জীবনী যোগ শিবির। কার্যকরী সম্পাদক প্রকাশ সাহা এখবর জানান। সংগঠনের সম্পাদক তপন সাহা বলেন, সব বয়সের নারী-পুরুষেরা এই যোগ শিবিরে অংশ নিতে পারবেন। যে কোনও বয়সের নারী পুরুষদের এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে অগ্রিম নাম লেখাতে হবে। এখানে থাকছে ওইদিন জল খাবারের পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থাও। রায়গঞ্জ সঞ্জীবনী যোগ শিবিরের ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহী মানুষেরা। যোগ শিবিরের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে ইতিমধ্যেই শহরে উন্মাদনার সৃষ্টি হয়েছে। আয়োজকদের ধারনা- আসন্ন যোগ শিবিরে বহু প্রতিযোগী অংশ নেবেন।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close