দেড় বছরে ১০ লক্ষ চাকরি! ঘোষণা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

দেশে প্রতিদিনই বেকারত্বের হার বেড়েই চলেছে। করোনা মহামারীর পরে তা আরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ঘোষণা করেন। আগামী দেড় বছরে দেশে ১০ লক্ষ চাকরি হবে। কর্মী নিয়োগের ব্যবস্থাপনার জন্য সমস্ত দফতরকে অতি তৎপরতার সঙ্গে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি তার টুইটারে এই বিষয় নিয়ে পোস্টও করেন।

গতকাল সোমবার নিয়োগ দুর্নীতির মামলায় প্রাথমিক পর্যায়ে এ রাজ্যের ২৬৯ জন তাদের চাকরি খুইয়েছেন। ফলে, বেকারদের সংখ্যার হার আরও বেড়ে গিয়েছে। এরপরই প্রধানমন্ত্রীর এমন ঘোষণা। মঙ্গলবার সকালে তাঁর টুইটারে তিনি আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি দেওয়ার ঘোষণা করেন। এর থেকে বোঝা যাচ্ছে সরকারি দফতরের বাকি থাকা শূন্যপদে শীঘ্রই কর্মী নিয়োগ শুরু হবে।

২০২৪-এর লোকসভার নির্বাচনের জন্যেই কি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এ নিয়ে অনেকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা, তৃণমূল সাংসদ সৌগত রায়, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তাঁকে কটাক্ষ করে অনেক কথাই বলেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close