Raiganj: প্রেমিকার শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল

আরও পড়ুন

রায়গঞ্জের কাঞ্চনপল্লিতে প্র়ণয়ঘটিত কারনে প্রেমিকের আত্মহত্যাকান্ডে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিকার কঠোর শাস্তির দাবিতে শুরু হল আন্দোলন। সোমবার বিকেলে রায়গঞ্জ রেলস্টেশন প্রাঙ্গন থেকে একটি শোকমিছিলের আয়োজন করা হয়। হাতে মোমবাতি নিয়ে এই মিছিল শহর পরিক্রমা করে। অভিযুক্ত রীমা সাহার কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। পরিবার সূত্রের খবর- দীর্ঘদিন ধরে প্রলয় ও রিমার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি টাকা পয়সা-সহ বিভিন্ন জিনিসপত্রের জন্য ওই মেয়েটি তার প্রেমিকের উপরে চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ। মানসিক চাপেই আত্মঘাতী হন প্রলয়। তারা আর কি কি বলেছেন শুনব-

এমতাবস্থায় অভিযুক্ত মেয়েটি আদৌ দোষী বলে প্রমাণিত হন কি না, তা অবশ্য সময়-ই বলবে।

রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস্ ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close