Malda: “গ্রীন ও ক্লিন কলেজ”-এর শ্রমদান কর্মসূচি পালন

আরও পড়ুন

“গ্রীন কলেজ এবং ক্লিন কলেজ” এই শ্লোগানেই মালদা কলেজে শ্রম দিবস পালটি হল। এই কর্মসূচি পালন করলেন কলেজেরই ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গে অংশ নিলেন সংশ্লিষ্ট কলেজের অধ্যাপক-সহ অন্যান্য কর্মীরাও। মঙ্গলবার সকালে শ্রম দিবস কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদার নয়া জেলাশাসক নীতিন সিংহানিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপাল থেকে অধ্যাপক এবং অধ্যাপিকারাও।

শুধু কলেজেই নয়, শহর, নিজের বাড়ির পরিবেশ, নিজের এলাকাও পরিচ্ছন্ন রাখা উচিত। পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রত্যেককেই সচেতন হওয়া উচিত। এই বার্তা নিয়েই এদিন মালদা কলেজের পড়ুয়ারা কলেজ প্রাঙ্গনে পরিচ্ছন্নতার কাজে হাত লাগান।এদিন সমস্ত নোংরা আবর্জনা সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, “এদিন মালদা কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির মাধ্যমে গ্রীন কলেজ এবং ক্লিন কলেজ বার্তা নিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই ধরনের কর্মসূচি প্রতিটি কলেজ শিক্ষা ও প্রতিষ্ঠানের নেওয়া দরকার। এর ফলে মালদা শহর এবং জেলায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে”।

অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close