বেআইনি ভাবে রাস্তার দখল করে অবৈধ বাড়ি নির্মাণ করে রেখেছিলেন এক ব্যক্তি। দখল থাকার কারণে নিকাশি নালা ও রাস্তার কাজ শুরু করতে পারছেন না কাউন্সিলর বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বাড়ি ভাঙার নির্দেশ দিলেন কাউন্সিলর। এই ঘটনাকে ঘিরে হৈচৈ এলাকায়।
সূত্রের খবর ,বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। স্থানীয় কাউন্সিলার অসিত সেন বলেন, এক ব্যক্তি রাস্তা দখল করে বেআইনিভাবে অবৈধ বাড়ি নির্মাণ করে রেখেছিলেন। ফলে নিকাশি নালা ও রাস্তার কাজ শুরু করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা ওই কাউন্সিলের কাছে একটা অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা ভেবে বুধবার দুপুরে সেই এলাকায় গিয়ে রাস্তার মাপজোক নেওয়া হচ্ছিল। সেখানে দেখা যায়- সঞ্জয় দাস নামের ওই ব্যক্তি রাস্তা দখল করে অবৈধ বাড়ি নির্মাণ করে রেখেছেন। সূত্রের খবর- স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা ভেবে ওই ব্যক্তিকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন স্থানীয় কাউন্সিলার অসিত সেন। বাড়ি ভাঙার কথা বললে স্থানীয় কাউন্সিলার ও বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সঞ্জয় দাসের পরিবারের সদস্যরা। পরবর্তীতে কাউন্সিলারের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে বাড়ি মালিক সঞ্জয় দাস বলেন, তার আগে থেকেই রাস্তার জমি ছাড়া রয়েছে। এখন কাউন্সিলারের কর্মী-সমর্থকরা এসে বাড়ি ভাঙার চাপ দিচ্ছেন। এখন সবাই যদি বলে তাহলে বাড়ি ভাঙতে হবে বলেও জানিয়েছেন তিনি।