কিভাবে পুলিশ কনস্টেবল দেবব্রত রায় আক্রমণ করছেন সাংবাদিকদের দেখে নিন তার এক ঝলক।এদিন রায়গঞ্জের বাজিতপুরে গিয়ে পুলিশ কনস্টেবল দেবব্রত রায় এবং তার বাবা ঋষিকেশ রায়ের বাড়িতে যান সাংবাদিকরা। আচমকা সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন পুলিশ কনস্টেবল দেবব্রত। তিনি প্রথমে ধাক্কা মারেন নিউজ টাইম এর চিত্র সাংবাদিক সুনীতেন্দ্র নাথ রায় ওরফে সুমনকে। তাকে মেরে ফেলছে দেখে এবিপি আনন্দ-র সাংবাদিক সুদীপ চক্রবর্তী তাকে বাঁচাতে যান। সেই সময় ক্ষিপ্ত পুলিশ কনস্টেবল দেবব্রত রায় সুদীপবাবুকেও মেরে ফেলার উদ্দেশ্য ধাক্কা মেরে একটি টিনের বেড়ার ওপর চেপে ধরেন। সেখানেই মাথা ফেটে যায় সুদীপবাবুর। তার মাথা থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। কোনোক্রমে বাকি সাংবাদিকদের সহায়তায় প্রাণ বাঁচাতে সুদীপবাবু সরে আসেন দেবব্রত রায়ের কাছ থেকে। রক্তে ভিজে যায় সুদীপবাবুর পকেটে থাকা রুমাল। পরবর্তীতে ক্ষণিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন সুদীপ। বাকি সতীর্থরা এদিন সুদীপবাবু সহ বাকি সাংবাদিকদের তুলে আনেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গুণধর পুলিশ কনস্টেবল দেবব্রত রায় এদিন কি করেছেন তুলে ধরা হচ্ছে তার নমুনা।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ