পছন্দের নারীকে তো পেলি না পেলি না উল্টে প্রকাশ্য রাস্তায় চপেটাঘাত খাওয়াবন্ধুর প্রেমিকার আপত্তিকর ছবি মোবাইল থেকে চুরি করে নিজের মোবাইলে মজুত করেছিল অভিযুক্ত ইয়াকুব সেখ। বিষয়টি জানতে পেরে বন্ধুর মোবাইল থেকে ডিলিট করা হয় সেই ছবি। এবং প্রকাশ্য রাস্তায় ইয়াকুব সেখকে চড় মারে আরেক বন্ধু মহম্মদ ইব্রাহিম। সূত্রের খবর, তারই বদলা নিতে মহম্মদ ইব্রাহিমকে (২২) পরিকল্পনা করে খুনের ছক কষেছিল ইয়াকুব সেখ বলে অভিযোগ। এরপরে অভিযুক্ত ইয়াকুব তার আরও দুই বন্ধুকে নিয়ে মহম্মদ ইব্রাহিমকে শ্বাসরোধ করে খুন করে। পুরাতন মালদার যুবক খুনের ঘটনার চারদিনের মধ্যে মূল অপরাধীদের গ্রেফতার করার পাশাপাশি পুরো বিষয়টি খোলসা করে জানিয়ে দিল পুলিশ।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ইয়াকুব সেখকে একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি হবিবপুর থানার আইহো এলাকায় । টানা পুলিশি জেরায় ভেঙে পরে ইয়াকুব। এরপরই বন্ধু ইব্রাহিমকে কেনও খুন করেছিল, তার পুরো তথ্য পুলিশের কাছে তুলে ধরে। খুনের মূল কান্ডারী ইয়াকুব শেখের পাশাপাশি এই ঘটনায় মালদা শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা সমীর সেখ এবং আইহো এলাকার আরেক যুবককে গ্রেফতার করেছে। এই তিনজন মিলে মহম্মদ ইব্রাহিমকে নৃশংসভাবে পুরাতন মালদা থানার বাইপাস রোড সংলগ্ন মাধাইপুর এলাকায় খুন করে। এরপরে জলা ধানের জমিতে দেহ ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মহম্মদ ইব্রাহিম তার এক বান্ধবীর কিছু আপত্তিকর ছবি এবং অন্তরঙ্গ মুহূর্ত নিজের মোবাইলে মজুত রেখেছিল। কোন এক অজ্ঞাত কারণে ইব্রাহিমের মোবাইলের ওই যুবতীর নগ্ন ছবি দেখে নিজের মোবাইলের গোপনে নিয়ে নেই ইয়াকুব সেখ। পরে মহম্মদ ইব্রাহিম বিষয়টি জানতে পারে। কারণ , ইয়াকুব ওই ছবি দেখিয়ে সেই যুবতীকে ব্ল্যাকমেল করছিল বলে অভিযোগ। এরপরই বেশ কিছুদিন আগে প্রকাশ্য রাস্তায় ইয়াকুবকে থাপ্পড় মারে মহম্মদ ইব্রাহিম এবং মোবাইল থেকে সেই অশ্লীল ছবি ডিলিট করে দেয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অপমানের প্রতিশোধ নিতেই ইয়াকুব সেখ তার বন্ধু মহম্মদ ইব্রাহিমকে খুনের ছক কষে। গত সপ্তাহের শনিবার রাতে মোবাইলে ফোন করে পুরনো ব্যাটারি কেনার কথা মহম্মদ ইব্রাহিমকে জানায় অভিযুক্ত ইয়াকুব। ইব্রাহিম যেহেতু চার চাকার গাড়ির চালক ছিল, সেইজন্য রাতে পুরনো ব্যাটারি কেনার জন্য বন্ধুর ফোন পেয়ে মাধাইপুর এলাকায় আসে। সেখানে একটি নির্জন জায়গাতেই মহম্মদ ইব্রাহিমের চার চাকার গাড়িতে অভিযুক্তরা মদ্যপান করে এবং ইব্রাহিমকেও প্রচুর পরিমাণে মদ্যপান করানো হয়। এরপর মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করা হয় ইব্রাহিমকে। খুনের পর তার দেহ মাধাইপুর বাইপাস রোড থেকে ৫০০ মিটার দূরে জলা ধানের ক্ষেতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ইব্রাহিমের মৃতদেহ টেনেহিঁচড়ে জলা জমিতে নিয়ে যাওয়ার কারণে জামা – কাপড় খুলে গিয়েছিল। ফলে রবিবার সকালে পুলিশ অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুরাতন মালদা থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা