Kolkata: অগ্নিপথ প্রকল্প নিয়ে ক্ষোভ

আরও পড়ুন

‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় চার বছরের জন্য ‘অগ্নিবীর’-দের নিয়োগ করা হবে। বয়সসীমা- ১৭ থেকে ২১ বছর পর্যন্ত। ছ’মাসের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং চার বছর পর্যন্ত তাদের কাজের মেয়াদ। প্রথম বছর তারা পাবেন মাসে ৩০ হাজার টাকা। চতুর্থ বছরে সেই টাকার অঙ্ক দাঁড়াবে ৪০ হাজারে। আয়ের ৩০ শতাংশ তাঁরা জমাতে পারবেন। সম পরিমাণ টাকা দেবে সরকারও।

এই প্রকল্প বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, ঠাকুরনগরেও বিক্ষোভ শুরু হয়েছে। চার বছরের চুক্তিতে সেনাবাহিনীতে নিয়োগের প্রতিবাদে এবার শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন অবরোধ। টায়ার জ্বালিয়ে ট্রেন আটকে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে বিক্ষোভের ফলে শিয়ালদা-বনগাঁ ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। শুক্রবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রেল অবরোধ করেছেন। সকাল প্রায় ৮টা নাগাদ অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রেল লাইনে মাঝপথে দাঁড়িয়ে ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল।

বিক্ষোভকারীদের দাবি, “বহুদিন ধরে প্রশিক্ষণ করার পরেও কেন তাদেরকে মাত্র চার বছরের জন্য নিয়োগ করা হবে? চার বছরের পর টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে তারপর আমরা কি করবো?”

সূত্রের খবর, এই প্রকল্পে চার বছরের পর প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২৫ শতাংশকে স্থায়ীকর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। তাদের ছাড়া বাকিদের সেনাবাহিনীতে রাখা হবে না। সেই সময় তাঁদের দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা ভাতা, যা হবে সম্পূর্ণ করমুক্ত। কিন্তু যাদের রাখা হবে না তারা সেনাবাহিনীর অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না। এমনকি নিজেদের প্রাক্তন সেনাকর্মীও বলতে পারবেন না। এমন ঘোষণার পরেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়ে যায়।

ওয়েব ডেস্ক, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close