বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার চাঁচল থানার পুলিশ। সূত্রের খবর- বৃহস্পতিবার রাতে পুলিশি অভিযান চলাকালীন চাঁচলের পাহারপুর এলাকা থেকে অস্ত্র সমেত ছ’জনের ডাকাতদলকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। সূত্রের খবর,রাতে পুলিশি অভিযান চলছিল পাহারপুর এলাকায়। সেইসময় পাহারপুরের শিমুলতলায় বিলাসবহুল গাড়ি থামিয়ে একদল যুবক জড়ো হয়েছিল।তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই সন্দেহ হয় পুলিশের।পরে তাদের গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।এরপর ছ’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়,চাঁচল শহরে ডাকাতির উদ্দেশে তারা জড়ো হয়েছিল।হানা দিতে গেলে ছ’জনকে পকড়াও করা হলেও বাকিরা পালিয়ে যায়।চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান,তাদের কাছ থেকে দুটো লোহার রড,একটি পিস্তল,দুই রাউন্ড কার্তুজ,তালা ভাঙার যন্ত্রাংশ।বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল ফোন ও বিলাসবহুল একটি স্করপিও গাড়ি। তদন্তসাপেক্ষে ডাকাতদের নাম গোপন রাখা হয়েছে।তবে তারা প্রত্যেককেই চাঁচলের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা।শুক্রবার ধৃতদের সাতদিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এখন ডাকাতদলের পান্ডা গ্রেফতার হয় কিনা সেটাই দেখার।
Malda: ডাকাতির ছক বানচাল, স্করপিও-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
- Advertisement -