Islampur: রায়গঞ্জ থানার ঘৃণ্য চক্রান্তে কলম ধর্মঘট মহাকুমায়

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের জেলা সদরে সাংবাদিকের ওপর আক্রমণকারী পুলিশকর্মীকে ছাড়ানোর ঘৃণ্য চক্রান্তে সরব হলেন ইসলামপুর পুলিশ জেলার সাংবাদিকরা। উল্লেখ্য, গত ১৫ জুন, বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ উত্তর দিনাজপুরের ১১ জন সাংবাদিক একটি খবর সংগ্রহ করতে যান রায়গঞ্জের কাছিমোহায়। সেখানে অভিযুক্ত পুলিশ কনস্টেবল দেবব্রত রায় আচমকা বাবাকে ফেলে দিয়ে রীতিমতো ‘সিনক্রিয়েট’ করে সাংবাদিকদের ওপর চড়াও হন। ভেঙে দেন ক্যামেরা, লোগোবুম। ছিনিয়ে নেন হেডফোন ইত্যাদি।এদিন অভিযুক্ত কনস্টেবল দেবব্রত রায় রীতিমতো ফিল্মি কায়দায় ৫ জন সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়েন। ঘুষি মেরে মাথা ফাটিয়ে দেন এবিপি আনন্দ-র সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। ঘাড়ে আঘাত করেন সুণীতেন্দ্রনাথ রায় ওরফে সুমনকে, আক্রান্ত হন টিভি-নাইন বাংলার সাংবাদিক রুপক ঘোষ, জী ২৪ ঘন্টার ভবানন্দ সিংহ-সহ মোট ৫ জন। প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দিলেও বাকি এবিপি আনন্দ-র সাংবাদিক সুদীপ চক্রবর্তী-কে আইসিইউতে ভর্তি করতে হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। করতে হয় সিটিস্ক্যানও। নিউজ টাইম বাংলার চিত্র সাংবাদিক সুমন ঘাড়ে আঘাত পেয়ে ভর্তি ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে। পরদিন তারা ছাড়া পান। অভিযোগ, সুদীপবাবুর সিটি স্ক্যান রিপোর্ট বিকৃত করতে সহায়তা করেছে রায়গঞ্জ থানার ২ পুলিশ অফিসার। উদ্দেশ্য ছিল- অভিযুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এর কনস্টেবল দেবব্রত রায়কে জামিনে ছাড়িয়ে নেওয়া। সেই উদ্দেশ্য সফল হওয়াতেই রীতিমতো বিস্মিত হন রায়গঞ্জের প্রবীণ আইনজীবীরা। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পরদিন, শুক্রবার শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্ত নেন জেলার সাংবাদিকরা।

কলম ধর্মঘটের সিদ্ধান্ত মেনেই উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার সাংবাদিকরা সর্বান্তকরণে ধর্মঘটে অংশ নিয়েছেন। রায়গঞ্জ থানার ২ ষড়যন্ত্রকারী অফিসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন ইসলামপুর মহাকুমার সংবাদকর্মীরা।

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close