Raiganj : সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে স্মারকলিপি

আরও পড়ুন

রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিলেন উত্তর দিনাজপুর জেলার এক ঝাঁক সাংবাদিক। জী ২৪ ঘণ্টার জেলা প্রতিনিধি ভবানন্দ সিংহের নেতৃত্বে মোট ৪৩ জন সাংবাদিক শনিবারের ডেপুটেশনে অংশ নেন।

প্রসঙ্গত, শনিবার সরকারি সমস্ত কার্যালয়গুলি বন্ধ থাকায় উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক রভি আগরওয়ালার হাতে অমিত সরকার, অলিপ মিত্র, উত্তম কুমার পাল-সহ মোট ৪৩ জন সাংবাদিকের স্বাক্ষর-সম্বলিত স্মারকলিপি তুলে দিতে পেরেছেন।এদিনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ভবানন্দ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তম পাল, গৌর আচার্য, রুপক ঘোষ, নন্দ দুলাল সরকার, মুক্তা সরকার, প্রসূন মৈত্র, বিক্রমাদিত্য বিশ্বাস,অঙ্কিতা দাস, তন্ময় চক্রবর্তী,নান্টু দে, নীলাদ্রি সরকার,বিক্রমাদিত্য বিশ্বাস,শুভম সরকার, হীরক মুখোপাধ্যায়,মৃন্ময় বসাক, দিবাকর সাহা, নিতাই সাহা প্রমুখ।

রায়গঞ্জের কর্ণজোড়া থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close