Bankura : আবারও অঙ্গনওয়াড়ির খিচুড়িতে সাপ !

আরও পড়ুন

জলপাইগুড়ির একটি স্বাস্থ্যকেন্দ্রে রোগীর খাবারে কেঁচোর পর খিচুড়িতে সাপের সন্ধান মিলল বাঁকুড়ায়। শনিবার বাঁকুড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুরিতে সাপের দেখা মেলায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের গাবডোবা গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সূত্রের খবর, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শনিবার ৭০জন শিশু এবং ২৫জন প্রসূতি-মাকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। একজন শিশুর মা তার ছেলেকে খিচুড়ি খাওয়ানোর সময় লক্ষ্য করেন খাবারের মধ্যে সাপ রয়েছে। এমন দৃশ্য দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।
ওই সময়ের মধ্যে ১১ জন ক্ষুধার্ত মানুষ সেই খাবার খেয়ে অসুস্থও হয়ে পড়েন। চিকিৎসার জন্য তদেরকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তারা পর্যবেক্ষণে (Observation) রয়েছে।

এবিষয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাপাতালের সুপার শুভঙ্কর কয়াল জানান- ১১ জন বাচ্চা ভর্তি হয়েছে। এখনও পর্যন্ত কোনও বাচ্চারই কোনও খারাপ লক্ষণ (Bad symptoms) দেখা যায়নি। তবে তাদের ‘ অবজার্ভেশনে ‘ রাখা হয়েছে।

এবিষয়ে বিষ্ণুপুরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (CDPO) জয়ব্রত কুন্ডু বলেন- যখন আমার কর্মীকে পাঠানো হয় সেই বাড়িতে যে খাবারটায় কি আছে তা দেখতে, ততক্ষণে খাবার ফেলে দেওয়া হয়েছে। খাবারে কি পেয়েছে আমরা বুঝতে পারছি না। বলছে ওরা সাপ পাওয়া গিয়েছে, কিন্তু ফুটন্ত খাবারে কি করে সাপ বেঁচে থাকে সেটা একটা বিতর্কের বিষয়।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close