Dakshin Dinajpur : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় একটি চারচাকা গাড়ি

আরও পড়ুন

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট চারচাকা গাড়ি ঢুকে গেল দোকানের ভিতর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বোল্লা বাস স্ট্যান্ড চত্বরে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন দোকানের মালিক ইমরান আলি সরকার। ঘটনার পরই পলাতক গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশি সূত্রে খবর, গঙ্গারামপুর থেকে পতিরাম অভিমুখে ওই ছোট গাড়িটা আসছিল। আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বোল্লা বাস স্ট্যান্ড চত্বরে একটি স্টেশনারি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে যায় একটি মোটরবাইক। অল্পের জন্য প্রাণে বাঁচেন দোকান মালিক-সহ স্থানীয়রা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ির চালক ছিল।

এবিষয়ে পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানা, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় জখম হননি কেউ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close