Balurghat: অভিযোগের বাক্স বসালেন ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা

আরও পড়ুন

কথা রাখলেন কাউন্সিলর তথা ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তী। বসালেন ‘কমপ্লেন বক্স’। উল্লেখ্য,গত পুর নির্বাচনের আগে বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার বর্তমান বোর্ডের ভাইস চেয়ারপার্সন কথা দিয়েছিলেন- তিনি ওয়ার্ড থেকে জয়ী হলে ওয়ার্ডের মানুষেরা তাদের অভাব, অভিযোগ জানাতে নিঃসংকোচে । কাউন্সিলর -এর কাছে যেতে পারবেন নির্ভয়ে। যারা কাউন্সিলর-এর কাছে অভিযোগ জানানোর জন্য পৌঁছতে পারেননা, তাদের জন্য কাউন্সিলর সংশ্লিষ্ট ওয়ার্ডে একটি ‘কমপ্লেন বক্স’ রেখে দেবেন। যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ বা অভাবের কথা জানাতে পারেন নাম না জানিয়েই।

প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতে কাউন্সিলর তার প্রতিশ্রুতিপর্ব শুরু করেছেন এবার। সেই লক্ষ্যেই আজ বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-এর উদ্যোগে আজ বালুরঘাট-এর খাদিমপুর এলাকায় বসানো হ’ল অভিযোগের বাক্স। যেখানে ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের নাম পরিচয় না জানিয়েই তাদের অভিযোগটি কাউন্সিলর এর কাছে পৌঁছে দিতে পারবেন। বালুরঘাট পুর এলাকায় এই ধরনের উদ্যোগ এই প্রথম। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।

এবিষয়ে বালুরঘাট পুরসভার কাউন্সিলর তথা ভাইস চেয়ারপার্সন প্রদীপ্তা চক্রবর্তী আর কি কি বলেছেন শুনব-

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close