বৃষ্টিকে উপেক্ষা করেই মালদার রতুয়ার ১ নম্বর ব্লকের সূর্যাপুরের ফুলহর নদীর বাঁধ পরিদর্শন করলেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।
সূত্রের খবর , রবিবার দুপুরে তিনি ওই এলাকায় পৌঁছতেই শুরু হয় তুমুল বৃষ্টি। কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে বাঁধ পরিদর্শন করেন জেলা শাসক। এদিন রতুয়া ও মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমর মুখোপাধ্যায় ও আব্দুর রহিম বক্সীকে সঙ্গে নিয়ে বাঁধ পরিদর্শনে যান। সূত্রের খবর- সুজাপুর এলাকায় পরিদর্শন করার পর দুই বিধায়ক ও সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন জেলাশাসক। সুজাপুর এলাকায় বিগত দিনে বেশ কয়েকবার নদীবাঁধের ভাঙ্গন হয়েছে। বহু এলাকা তলিয়ে গেছে নদীবক্ষে। বেশ কিছুদিন ধরে উত্তরের নদীগুলিতে যেভাবে জলধারা বাড়ছে এতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মালদার ফুলহর নদীতেও। তাই বর্ষার আগেই আগাম বাঁধ পরিদর্শন করলেন জেলাশাসক। এদিন বাঁধ পরিদর্শন করে কিভাবে নদীভাঙ্গন রোধ করা যায় সেই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন জেলাশাসক। তবে ইতিমধ্যেই সূর্যাপুর নদী বাঁধের কাজ শুরু হয়েছে। এদিন ওই কাজও খতিয়ে দেখেন তিনি।
উল্লেখ্য, জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, মূলত এদিন সূর্যাপুর বাঁধ প্রদর্শন করতে এসেছিলাম। এই এলাকায় বিগত দিনে ভাঙ্গন হয়েছে। বাঁধ পরিদর্শন করার পর কিভাবে ভাঙ্গন রোধ করা যায় সে বিষয়ে এদিন আলোচনা করা হ’ল । পাশাপশি আগামীতে যদি বন্যা বা ভাঙন হয় তা কীভাবে মোকাবিলা করা হবে সেই বিষয়েও আলোচনা করা হল ।
ফোর্টিন টাইম লাইন, চাঁচল, মালদা।