Balurghat: কেন্দ্রের ৮ বছর পূর্তিতে রাজ্যকে তুলোধোনা সুকান্ত-র

আরও পড়ুন

কেন্দ্রের বিজেপি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিজেপির তরফে মহামিছিল অনুষ্ঠিত হল৷ সোমবার দুপুরে বালুরঘাট শহরের মঙ্গলপুর বিজেপি মোড় এলাকা থেকে এই মহামিছিল শুরু হয়৷ যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়৷ এদিকে মিছিল শেষে বালুরঘাটের জেলা মিউজিয়ামের সামনে জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের মহামিছিলের নেতৃত্ব দেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা ইনচার্জ শঙ্কর মন্ডল, বিজেপি বিধায়ক বুধুরাই টুডু সহ অন্যান্য জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব৷ এদিনের মিছিলে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। সোমবারে মিছিল থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যেভাবে রাজ্যের দুর্নীতি সামনে এসেছে তা নিয়েও তিনি সরব হয়েছেন। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন সাংসদ সুকান্ত। এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শোনাবো-

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close