Malda: রেশন কার্ড-এর সঙ্গে আধার লিংক নিয়ে দ্বৈরথে বিজেপি- তৃণমুল

আরও পড়ুন

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক হয়নি। বারবার স্থানীয় সরকারি দপ্তরে ঘুরেও কোন কাজ হচ্ছে না। এমনকি দুয়ারে সরকারের কয়েকবার এই ব্যাপারে ফর্ম ফিলাপ করেও কোনও কাজ হয়নি। কার্যত এর জেরে কয়েক হাজার মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এমনটাই অভিযোগ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এলাকার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকেই হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক এলাকার সাত খানা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ ব্লক অফিসে আধার এবং রেশন কার্ডের সংযোগের জন্য জমা হয়। কিন্তু অভিযোগ এই কাজের জন্য সরকারি দপ্তরে আধিকারিকদের দেখা মেলেনি। ফলে দূর-দূরান্ত থেকে এলাকার মানুষ রেশন কার্ড ও আধার কার্ড লিংক করাতে এসে চরম হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ। তাদের অভিযোগ স্থানীয় রেশন ডিলার তাদেরকে মাল দিতে চাইছেন না কারণ সেখান থেকে জানানো হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করা নেই। তাই মাসের পর মাস তারা সরকারের রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আরও অভিযোগ এ ব্যাপারে গত কয়েক বছরে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা হলেও কোন ফল মেলেনি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন প্রশাসনিক উদাসীনতার কারণে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা।স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

যদিও এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু।

এদিকে গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়ালের দাবি- রাজ্য-জুড়ে তৃণমূল নেতৃত্বের ভাওতাবাজি সরকার চলছে। সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পের নামে মানুষকে ঠকানো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে হাজার হাজার দরখাস্ত গ্রহণ হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। সরকারি আমলা এবং শাসকদলের নেতাদের অপদার্থতার কারণে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও স্থানীয় ব্লক তৃণমূল ছাত্র সভাপতি বিমান ঝাঁ এর বক্তব্য *অবিলম্বে যে সমস্ত মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে তাদের আধার এবং রেশন কার্ডের লিঙ্ক প্রশাসনিক ভাবে কাজ যাতে দ্রুত হয় সেই দিকে নজর দেওয়া হবে। আর গোটা ঘটনাকে নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close