হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা মানুষেরা। প্রশাসনকে জানানোর পরেও মেলেনি কোন সুরাহা।
এমনই অভিযোগ ব্যান্ডেল কেওটা কালিবাড়ি এলাকায় মানুষজনের। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় হনুমানদের তাণ্ডব আরাম্ভ হয়েছে। যখন তখন হনুমানের দল এসে তাণ্ডব চালাচ্ছে কালিবাড়ি-সহ পার্শ্ববর্তী এলাকায়।
কামড়ে দিচ্ছে সাধারণ মানুষকে। যার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটচ্ছে এলাকাবাসীর। মঙ্গলবার কালিবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা দিপালী নন্দী সকালে দেখেন তার বাড়িতে, দুটি হনুমান ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তখনই তিনি তাদের তাড়াতে গেলে একটি হনুমান হঠাৎ এসে তার গালে কামড় দিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্যান্য লোকেরা চলে আসায় পালিয়ে যায় হনুমান দুটি। রক্তাক্ত অবস্থায় দিপালী নন্দী কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয়দের দাবি প্রশাসন যদি এই হনুমান গুলির ব্যবস্থা করে তাহলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা দিপালী নন্দী কি বলেছেন শুনুন-
হুগলির ব্যান্ডেল থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।