New Delhi : রাষ্ট্রপতি পদে যশবন্ত না দ্রৌপদী কে এগিয়ে ?

আরও পড়ুন

পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে কে হতে চলেছেন আগামী দিনের রাষ্ট্রপতি।এমন প্রশ্নে ইতিমধ্যেই দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
আগামী ১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি পদে এনডিএ দলের প্রার্থী ইন্দিরা মুর্মুকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে বিরোধীদলের মুখ হতে চলেছেন অটল বিহারী বাজপেয়ির আমলে প্রাক্তন এন ডি এ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহা।
উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি।মঙ্গলবার বিজেপি-র দলীয় বৈঠকের পরে দলের সভাপতি জে পি নড্ডা তফসিলি জনজাতি সম্প্রদায়ের নেত্রী দৌপদীর নাম ঘোষণা করেন। এ বারের রাষ্ট্রপতি ভোটের হিসেব বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ বর্ণনা করতে গিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন- ভোটমূল্যের প্রাথমিক হিসেবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় কয়েক কদম এগিয়ে রয়েছেন দ্রৌপদী।
ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হলেন বর্তমান বিজেপি দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী। রায়রাংপুর পুরভোটে জিতে তাঁর রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়েছিল। পেশায় শিক্ষিকা দ্রৌপদী বিজেপির দাপুটে নেত্রীও। বিগত ২০০০ ও ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। সেই সময় সামলেছেন- পরিবহণ, পশুপালন এবং মৎস্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর। ২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হয়েছিলেন তিনি। ২০১৫-র মে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন দ্রৌপদী।

অন্যদিকে প্রথমে শরদ পাওয়ার পরে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বেঁকে বসায় মঙ্গলবার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থীর নাম নির্বাচনে যশবন্ত সিনহার নাম চূড়ান্ত করা হয়। সেই মতোই দেশের বিরোধী দলগুলি মিলে ১৮ জুলাই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে।

“আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আমরা একজন সাধারণ প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত রাজনৈতিক দলকে যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি,” এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তার কথায়-
“আমরা (বিরোধী দলগুলি) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যশবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের সাধারণ প্রার্থী হবেন,” ট্যুইট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ সকলের উদ্দেশ্য জানান।
পাশাপাশি যশবন্ত সিনহা বলেছেন-
“তৃণমূলে তিনি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন এমন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় উদ্দেশ্যের জন্য আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত, যে তিনি এতে সম্মতি দেবেন,” ট্যুইট করেন যশবন্ত সিনহা।

আগামী ২৪ অথবা ২৫ জুন মনোনয়ন পেশ করবেন বিজেপি-র রাষ্ট্রপতি পদপ্রার্থী। ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ।
তথ্যাবিজ্ঞ মহলের ধারনা-ভারতবর্ষের মতো সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু কয়েক কদম এগিয়ে। তবে বিরোধীরা শাসক এগিয়ে জোট থেকে ভোট ভাঙ্গাতে পারেন কিনা সেটাও ভাবছে ইন্ডিয়া শিবির। অন্যদিকেআগামী জুলাই মাসের ১৮ তারিখের পর কে জয়লাভ করেন তা অবশ্য সময়ই বলবে।

ব্যুরো নিউজ, নয়াদিল্লি, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close