প্রাকৃতিক দুর্যোগ অসমকে চরমতম সমস্যার মুখে ফেলে দিয়েছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলাগুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন-শীঘ্রই অসমের বন্যা পরিস্থিতিতে ত্রাণের জন্য প্যাকেজ ঘোষণা করা হবে। এদিন তিনি নলবাড়ি এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানান, দ্রুততার সঙ্গে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, থাকবে শিশুখাদ্যও। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর খানিকটা অসুস্থ হয়েছে অসমের মানুষ।
অসমের নলবাড়ি থেকে তপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।