পথ দুর্ঘটনায় মৃত্য হল এক ৯ বছরের এক শিশুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার কমলাহার এলাকার জাতীয় সড়কে। সূত্রের খবর, করণদিঘির কমলাহার এলাকার বাসিন্দা ধীমা টুডুর মেয়ে রুমিতা টুডু তার কাকার বাড়িতে গিয়েছিল মঙ্গলবার। মঙ্গলবার বিকেল নাগাদ খেলতে খেলতে জাতীয় সড়কের ওপর চলে যায় এবং গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে খবর।
এমন খবরে শোকোস্তব্ধ করণদিঘি।
শুভম সকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।