বুধবার সকালের ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৮৫ জনের মৃত্যু ঘটেছে আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন মৃতের সংখ্যা ১ হাজার ছুঁতে পারে বলে অনুমান ভূমিকম্প বিশারদদের। এদিন এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী আফগানিস্তানের মানুষ। উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই গুরুতরভাবেই অর্থনৈতিক, সামাজিক সংকট হয়েই চলছে। ফলে, এখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়াল ভূমিকম্প। এহেন ভূমিকম্প এই অঞ্চলের মানুষকে বিধ্বস্ত করে তুলল।
বুধবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় ২৮৫ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৬০০ জন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। আফগানিস্তানে খোস্ত শহরে হঠাৎই হাড়হিম করা কম্পন অনুভূত হয়। এই কম্পন প্রায় ৪৪ কিমি পর্যন্ত অনুভূত হয়েছিল। এখনও চলছে উদ্ধার কাজ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।
আফগানিস্তানের খোস্ত জেলার নানগরহর অঞ্চলেও একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। হেলিকপটারের সাহায্যে আটকে পড়া মানুষদের উদ্ধারকাজ চলছে। একাধিক বহুতলও ধসে পড়েছে। এক বাসিন্দা বলেন, এদিন সকালে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে কাবুলের মাটি। ওই কম্পন খুবই শক্তিশালী ছিল।অনেকগুলি বাড়ি ভেঙে পড়েছে। সূত্রের খবর- এই অঞ্চলের বাসিন্দারা এতই গরিব যে তাদের পাকা বাড়ি নেই। এখানে বেশিরভাগই কাঁচা বাড়ি দেখা যায়। পাকা বাড়ি নেই বললেই চলে। সে দেশের প্রশাসনের বক্তব্য- পাকা বাড়ির সংখ্যা বেশি থাকলে মৃতের সংখ্যা বহুগুণ গুন বৃদ্ধি পেত।
ব্যুরো নিউজ, কাবুল, টাইমস ফোর্টিন বাংলা