Raiganj: সাপের ডিম সহ মা -গোখরো উদ্ধার

আরও পড়ুন

রায়গঞ্জের ভট্টদিঘিতে ১৮টি ডিম-সহ মা গোখরো উদ্ধার হ’ল। রায়গঞ্জের পিপলস ফর অ্যানিমেলস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক গৌতম তানতিয়া এ খবর জানান। তিনি বলেন, রায়গঞ্জের ভট্টদিঘি গ্রামে আক্রাম হোসেনের বাড়ির একটি পুরনো মাটির ঘরে আশ্রয় নিয়েছিল একটি মা গোখরো। সংস্কারের উদ্দেশে তিনি যখন সেই মাটির ঘর খুঁড়তে শুরু করেন , সেই ঘরে তখন তিনি কিছু সাপের ডিম দেখতে পান। আর দেখতে পান যে সেই ডিমগুলো কে আগলে বসে রয়েছে একটি বড় গোখরো সাপ। তিনি তখন সংস্কারের কাজ বন্ধ রেখে সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেন উত্তরদিনাজপুর পিপল ফর এনিমেলস-এর অফিসে । খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্য অনুশ চক্রবর্তী সেই গ্রামে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় ডিমসহ মা গোখরোটিকে উদ্ধার করেন । উদ্ধার করে নিয়ে আসা হয় রায়গঞ্জ সুদর্শনপুর এ অবস্থিত উত্তর দিনাজপুর পিপল ফর এ্যানিমেলস এর অফিসে । উদ্ধার করা সাপটিকে বনদপ্তর এর মাধ্যমে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিমগুলোকে নিরাপদে রেখে দেওয়া হয়েছে ।সেই ডিম গুলো ফুটে যখন গোখরোর বাচ্চা জন্মাবে, তখন সমস্ত বাচ্চাগুলিকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আক্রাম হোসেন মহাশয়কে, যিনি বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি ভালোমতো জানতেন বলে সাপটিকে মেরে ফেলার মত বীরত্ব না দেখিয়ে পশুপ্রেমী সংস্থাকে খবর দেন উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য । সাপটিকে উদ্ধার করার পর সংস্থার পক্ষ থেকে গ্রামের লোককে সচেতন করা হয়- সর্পদংশন-এর বিষয় নিয়ে। বলা হয় যে কোনও ব্যক্তিকে সাপ কামড় দিলে ওঝা কিংবা গুণিনের কাছে না নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close