খবর সূত্রে জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্তার মধ্যে এই পদের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। 2020 সালে এই পদে নিযুক্ত ছিলেন গ্রেক বার্কলে কিন্তু তিনি নিজে থেকেই এই পদ ছেড়ে দিয়েছেন বলে খবর সূত্রে জানা গিয়েছে। তাই নতুন করে এই পদে নিযুক্ত করা হবে।
আইসিসি-র (ICC) নতুন চেয়ারম্যান (ICC Chairman) পদের জন্য বিসিসিআই-এর (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের মধ্যে জোর লড়াই হতে পারে।জুলাইয়ে আইসিসির বার্ষিক সভা। আর সেখানেই বোঝা যাবে, আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছেন।”বোর্ডের এক প্রভাবশালী কর্তা জানান সৌরভ যদি এই পদে নিযুক্ত হতে চাই তাহলে তাঁকে সবচেয়ে বেশি ভোট পেয়ে জিততে হবে অতঃপর তিনি এও বলেন যে পাক বোর্ডের তরফ থেকে কেউ ভারতীয়দের সমর্থন করবে বলে মনে হয়না। এ বছর ভারতের তরফ থেকে আইসিসির চেয়ারম্যান পদে বসার টার্মও রয়েছে।
সামনের বছরই দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ।বর্তমান আইসিসি চেয়ারম্যান বার্কলে অকল্যান্ডে থাকা একজন পেশাদার আইনজীবী। পেশার কারণে বার্কলে তিনি আর তাঁর মেয়াদ বাড়াতে চান না। ফলে ২০২২সালের নভেম্বরে আইসিসি তার নতুন চেয়ারম্যান পেতে পারে।