Gujrat: পথ দুর্ঘটনায় আহত ‘আমূল’ কর্তা

আরও পড়ুন

ভারতের নেতৃস্থানীয় দুগ্ধ সমবায় জিসিএমএমএফ-এর ব্যবস্থাপনার পরিচালক আর.এস সোধি(R.S Sodhi) পথ দুর্ঘটনায় আহত। তিনি ‘আমূল(Amul)‘ কর্তা নামেও পরিচিত। বুধবার রাতে গুজরাতের আনন্দ শহরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন এবং তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৯ টার দিকে আনন্দ-বাকরোল সড়কে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। উপ-পুলিশ সুপার বিডি জাদেজা জানান, ‘আমূল’ কর্তার গাড়ি এক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আর.এস সোধি এবং তাঁর গাড়ির চালক দু’জনেই আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দু’জনই এখন বিপন্মুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা।

ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close