সাইকেল নিয়ে রক্ত সংগ্রহের প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন হুগলির উজ্জ্বল ব্যক্তিত্ত্ব জয়দেব রাউত। দৈনিক ৫০ কিলোমিটার পথ অতিক্রম করছেন জয়দেব। তার এহেন উদ্যোগ দেখে রীতিমতো আপ্লুত সারা রাজ্যের মানুষ। তাঁকে বিভিন্ন শহরে সংগঠিত করা হচ্ছে। কুর্নিশ জানাচ্ছেন বিভিন্ন শহর এবং গ্রামাঞ্চলের মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে যান জয়দেব। মূল লক্ষ্য হ’ল রক্ত সংগ্রহের ক্ষেত্রে মানুষের সচেতনতা বৃদ্ধি করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের মুক্তির কান্ডারী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা জয়দেব রাউতকে সংবর্ধিত করে।
এদিন মুক্তির কান্ডারীর তরফে কৌশিক ভট্টাচার্য্য কি বলেছেন শুনব-
পরে জয়দেব রাউতকে উপহার দিয়ে সংবর্ধিত করেন রোটারি ক্লাবের কর্মকর্তা পার্থ প্রতিম ভট্টাচার্য। শেষে জয়দেববাবুর হাতে মেমেন্টো তুলে দেন মুক্তির কান্ডারী পরিবারের পক্ষ থেকে গৌতম চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যার মুক্তির কান্ডারীর তরফে স্থানীয় সুদর্শনপুরে সম্মানিত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন রক্ত সংগ্রহের সাইকেলবিদ জয়দেব রাউত।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।