Purba Bardhaman : উদ্বোধন হল জেলার প্রথম টেনিস কোর্ট

আরও পড়ুন

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা উদ্যোগে পুলিশ প্রাইমারি স্কুলের পর্যায়ে উদ্বোধন হল জেলার প্রথম টেনিস কোর্টের। এই টেনিস কোর্টটির উদ্বোধন করেছেন জেলার পুলিশ সুপার কামনাশিশ সেন। এ ঘটনায় যারপরনাই খুশি জেলাবাসী। যে সমস্ত ছাত্রছাত্রীরা টেনিসে আগ্রহী তারা এখন থেকে এখানে অনুশীলন করতে পারবে। বর্ধমান পুলিশের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। এই সমস্ত টেনিস কোর্ট থেকেই যে আগামীদিনে মারিয়া শারাপোভা-রা জন্ম নেবেন না তা কে-ই বা বলতে পারেন।

ফোর্টিন টাইমলাইন, বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close