গ্রন্থগারের প্রবেশপথে দাঁড়িয়ে থাকে অগুনতি যানবাহন। সেই যানবাহনগুলিকে সরাতে উদ্যোগী হলেন স্থানীয় থানার ট্রাফিক ওসি।
সম্প্রতি জেলাশাসকের নির্দেশে স্বাভাবিক ছন্দে ফেরানো হয়েছে চাঁচলের কুমার শিবপদ লাইব্রেরিকে। কিন্তু, লাইব্রেরিতে পদার্পণ করার আগেই বাধার মুখে পড়ছেন বইপ্রেমীরা। গ্রন্থাগারের প্রবেশপথের সামনে যানবাহনের দাপাদাপিতে অলিখিতভাবে তৈরি হয়েছিল পার্কিং জোন।মোটরবাইক থেকে শুরু করে চার-চাকার যানবাহন লাইব্রেরির অংশ জুড়ে দাঁড়িয়ে থাকত। এইভাবে দিনের পর দিন চলতে থাকায় ঢাকা পড়ে থাকত প্রবেশপথ।
এবার বইপ্রেমীদের সমস্যার কথা শুনে উদ্যোগী হল চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে।শুক্রবার সেখানে অবৈধভাবে পার্কিং করা বাইকগুলি সরিয়ে ফেলেন তিনি। পাশাপাশি, লাইব্রেরির প্রবেশপথের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নো-পার্কিং জোনের বোর্ড। ট্রাফিক ওসি বলেন, এরপরে এখানে যারাই অবৈধভাবে যানবাহন রাখবেন, তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি, চাঁচল পোষ্ট অফিস মোড়ে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর ঠেলা গাড়ি দাঁড় করিয়ে বেপত্তা ছিল দোকান মালিক। ফলে, যানজট হয়ে থাকে কিছুক্ষণ। ট্রাফিক ওসির নজর পড়তেই তা সরিয়ে ফেলেন। মুক্ত হয় যানজট। পথচারীদের বক্তব্য- এমন মানুষ পথ নিরাপত্তার দায়িত্বে থাকলে সাধারণ স্বস্তিতে শ্বাস নিতে পারবেন।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।