র্যাগিং-এর জেরে প্রাণ হারালেন বছর কুড়ির এক যুবক। মৃত ওই যুবককের নাম সুপ্রকাশ বেরা। পশ্চিম মেদিনীপুরের ধনেশ্বরপুরের বাসিন্দা ছিল সুপ্রকাশ। তার বাবার নাম স্বদেশকান্তি বেরা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে।
শুক্রবার সকালে রেললাইনের পাশে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তার মৃতদেহ। জিআরপিএফ মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদেন্তর জন্য। ছেলের এমন শ্লেষাত্মক খবর পেয়ে বাবা বাঁকুড়ায়র সেই হাসপাতালে ছুটে আসে।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি রেলগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সুপ্রকাশের। এমতাবঅস্থায় কলেজের এমন দাবি মানতে নারাজ স্বদেশবাবু। তিনি বলেন- গতবছর ডিসেম্বর মাসে কলেজের তৃতীয় বর্ষের ছাত্ররা তাকে র্যাগিং করে, এমনকি বাড়ি ফেরার আগে তাকে ন্যাড়া করে দেয়া হয়েছিল। ছাতনা থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে। কেনও এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
বছর কুড়ির এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুপ্রকাশের পরিবারের ওপর।
ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।