শনিবার সকালে এমনই ঘটনা ঘটল কলকাতর বুকে। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে থাকা এক রোগী কোনক্রমে আটতলার একটি জানালা দিয়ে বেরিয়ে কার্নিসে চলে যায়। এমন খবর পেয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। একাধিক মানুষের ভিড় লেগে যায়। কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে এসে পৌঁছন দমকলের আধিকারিকরা। সময় নষ্ট না করে ওই রোগীকে উদ্ধারের কাজ শুরু করে দেন তারা। তবে কি করে ওই রোগী হাসপাতালের জানালা দিয়ে বেড়িয়ে ৮ তলার কার্নিশ-এ গেল তা খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা।