Kolkata : দু’কোটির চাকরি-প্রস্তাব পেল বীরভূমের যুবক

আরও পড়ুন

কৃষ্ণনগরের যুবক দেবর্ষি মৈত্রর পর এবার প্রায় দু’কোটি টাকার চাকরির প্রস্তাব রামপুরহাটের বিশাখ মন্ডলের। সেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চতুর্থবর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গুগল এবং ফেসবুক লন্ডন থেকে চাকরির প্রস্তাব পেয়েছে সে। খুশি তার পরিবার-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এই চাকরির প্রস্তাবে সুদূর লন্ডনে পাড়ি বিশাখের।

নিম্ন-মধ্যপরিবারের ছেলে বিশাখ। বাবা কৃষক। মা অঙ্গনওয়াড়ির কর্মী। বাড়ি-বাড়ি ঘুরে শিশুদের স্বাস্থ্যের নজর রাখেন তিনি। ছোট থেকেই মেধাবী এই পড়ুয়া। পড়ার শেষে প্লেসমেন্ট অফারের দিক থেকেও বিশ্ববিদ্যালয়ে টপার। তার এই সাফল্যে খুশি সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, ”এটা আমাদের গর্বের মুহূর্ত। মুখ উজ্জ্বল করেছে বিশাখ। আমাদের পড়ুয়ারা যে সেরা আইআইটির থেকে পিছিয়ে নেই, এটা তারই প্রমাণ।”

বিশাখ বলেন, ”ছেলেবেলা থেকে দেখছি মা অনেক কষ্ট করছেন। আমাকে মা কখনও বলেননি- বড় চাকরি পেতে হবে। সব সময় বলেছেন বড় মানুষ হতে। সেটাই0, ছিল আমার একমাত্র লক্ষ্য। আমি কখনও ভাবিনি এরকম অফার পাব। কিন্তু, চেষ্টা করতাম”। বিশাখ লন্ডনে ‘সেটেল’ হলে সেখানে তার মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বিশাখ। তার মা শিবানীদেবী বলেন, ”ছোটবেলা থেকে আমি জানতাম- ছেলের মধ্যে একটা আলো আছে। সেই কারনে অনেকের সঙ্গে আমার তর্কও হয়েছে। কিন্তু ছেলের কোনও অসুবিধে হতে দিইনি।” গুগল এবং ফেসবুকের মধ্যে তার ফেসবুক লন্ডনে কাজে জয়েন করার ইচ্ছে।

ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close