Raiganj: ইউক্যালিপটাস গাছ দিয়ে গার্ডওয়াল গড়ছে শহরের একটি স্কুল

আরও পড়ুন

ইউকেলিপটাস গাছ দিয়ে গার্ড ওয়াল করার পরিকল্পনা নিল রায়গঞ্জের বন্দরের রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে কোন সংস্থা এই কাজের দায়িত্ব নিয়েছে?

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাই স্কুল নদীগর্ভের দিকে চলে যাচ্ছে। স্কুলের গার্ড ওয়াল ভেঙে বহু আগেই চলে গিয়েছে নদীগর্ভে। তবুও হেলদোল ছিল না স্কুল কর্তৃপক্ষের। আগামী ২৭ জুন থেকে স্কুলে পঠন-পাঠন=পুনরায় শুরু হবে। পড়ুয়াদের কথা ভেবে এবার সেই গার্ড ওয়াল তৈরি করে স্কুলকে রক্ষা করার পরিকল্পনা নিল স্কুলের ম্যানেজিং কমিটি। কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই, কোন সংস্থা এই কাজের দায়িত্ব নিয়েছে? আজ সকালে অনেক শ্রমিককে দেখা যায় কাজ করতে। ভেতরে ঢুকতেই দেখা যায় ইউকেলিপটাস গাছ দিয়ে গার্ড ওয়াল তৈরি করার পরিকল্পনা করেছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই গাছ দিয়ে কি গার্ড ওয়াল তৈরি করে স্কুলকে রক্ষা করা সম্ভব হবে? এই বিষয়ে কি বলছেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বাবন সাহা শুনব-

অন্যদিকে এলাকার মানুষের বক্তব্য-ইউক্যালিপটাস গাছ কি নদীবাঁধের বিকল্প! বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন দোকানে চায়ের পেয়ালায় তুফান উঠেছে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close