Howrah : দুই টোটো চালকের মারামারিতে নিহত ১

আরও পড়ুন

যাত্রী তোলা নিয়ে বচসা, নিহত ১। শনিবার রাতে টোটোতে যাত্রী তোলা নিয়ে দুই টোটো চালকের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয়। ক্ষনিক বাদে সেই বচসা মারামারির আকার ধারন করে। যার ফলে মৃত্যু হয় এক টোটো চালকের। নিহত ব্যক্তির নাম সেখ আনোয়ার। বয়স ৪৫ বছর। তিনি হাওড়ার পশ্চিম নারিট এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার নারিট এলাকায়। সূত্রের খবর, যাত্রী তোলা নিয়েই প্রথম শুরু হয়েছিল তাদের মধ্যে বচসা। অভিযুক্ত উত্তম বাগের অভিযোগ- তার যাত্রীদেরকে নিয়ে গিয়েছিল আনোয়ার। আনোয়ার এই কথার বিশেষ আমল দেয়নি। আনোয়ার যখন যাত্রী নামিয়ে ফেরে তখন তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তা মারামারির আকার ধারন করে। এরপরই অসুস্থ অবস্থায় আনোয়ারকে স্থানীয় আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত উত্তম বাগ পলাতক। তার খোঁজ চালাচ্ছে তদন্তে থাকা পুলিশ অফিসাররা।

ফোর্টিন টাইমলাইন, আমতা,হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close