Jalpaiguri : দু’ দশক বাদে কুড়ি ফুট লম্বা পাইথন উদ্ধার

আরও পড়ুন

বিগত দু’দশক পরে উদ্ধার ২০ ফুটের অজগর। শনিবার জলপাইগুড়ির মৌলানি বাজার সংলগ্ন নেওরা নদীর তটে এই অজগর সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় একটি ছাগলকে মুখে পুরে নেয় বিশালায়তনের অজগর সাপটি। এই দৃশ্য দেখে রীতিমতো হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

সময় নষ্ট না করে তারা ময়নাগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেন সাপটিকে উদ্ধার করার জন্য। এতবড় বড় আকারের অজগর সাপটি ধরতে গিয়ে রীতীমতো রীতিমতো হিমশিম খেতে হয়েছে পরিবেশ প্রেমীদের। ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে ধরতে সক্ষম হন তারা। এরপর ওই অজগর সাপটি তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। সূত্রের খবর অজগর সাপটি লম্বায় প্রায় কুড়ি ফুট। এবং ওজন প্রায় ৫০ কেজি। এবিষয়ে সর্প বিশারদ মিন্টু চৌধুরী সংবাদমাধ্যমকে জানান- ২০০২ সালে তিনি একটি ২৬ ফুটের অজগর দেখেছিলেন। তারপর থেকে আর নাকি এত বড় সাপের দেখা মেলেনি।

এত বড় সাপ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সবাই সাপটি দেখতে ভিড় করেন। সাপটি উদ্ধার করতে এসেছিলেন ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়, লাটাগুড়ির রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত-সহ অন্যান্য বনকর্মীরা। এবিষয়ে নন্দুবাবু জানান- তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে অনেক অজগর সাপ ধরেছেন। কিন্তু কুড়ি ফুটের লম্বা এই লম্বা অজগর সাপটি তিনি প্রথম ধরতে সক্ষম হয়েছেন।

ফোরটিন টাইমলাইন,জলপাইগুড়ি ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close