Kolkata : সৌহার্দ্য বাসযাত্রা চালু আজ, দূরত্ব কমে দাঁড়াল আড়াইশো কিমি

আরও পড়ুন

পুনরায় ২৭ মাস পর থেকে চালু হল সৌহার্দ্য বাস পরিষেবা।করোনাকালের জন্য দীর্ঘ ২ বছর ৩ মাস ধরে বন্ধ ছিল দু’দেশের মধ্যে বাস পরিষেবা। কলকাতা-আগরতলা ভায়া ঢাকাগামী সৌহার্দ্য বাস পরিষেবা। সম্প্রতি উদ্বোধন হওয়া পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে এই বাস। যার ফলে যাত্রীদের ৩-৪ ঘন্টা সময় বাঁচবে। এমন সংবাদে খুশি দুই বাংলার মানুষ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন এর সঙ্গে শ্যামলী পরিবহনের যৌথ উদ্যোগে সৌহার্দ্য বাস পরিষেবা পুনরায় চালু হতে যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার আগে ঢাকা কলকাতা দূরত্ব ছিল প্রায় 400 কিলোমিটার বর্তমানে এই দূরত্ব হ্রাস পেয়ে হয়েছে মাত্র আড়াইশ কিলোমিটার।

এবিষয়ে শ্যামলী পরিবহনের কর্ণধার অবনীকুমার ঘোষ সংবাদমাধ্যমকে জানান- ১৩ মার্চ ২০২০ থেকে করোনার কারনে এই পরিষেবা বন্ধ ছিল। আজ, সোমবার থেকে তা পুনরায় চালু হচ্ছে। আজকে সবার কাছে আনন্দের দিন। কারন, দুই দেশের সম্প্রীতির বন্ধনেই এই সৌহার্দ্য যাত্রা। পদ্মাসেতু খুলে যাওয়ায় এখন সুবিধা হয়েছে। আজকে আমাদের বাসটি পদ্মা সেতুর ওপর দিয়েই যাবে। যার জের ৩-৪ ঘন্টা যাত্রীদের সময় বেঁচে যাবে।

ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close