নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে রাধিকাপুরের উত্তর কাচলায়। সূত্রের খবর, মৃতার নাম রিয়া সিংহ। রবিবার পিশেমশাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। রবিবার সকালে সেই এলাকার একমাত্র নদী টাঙ্গন-এর জলে স্নান করতে নামে । সেই জলে তলিয়ে যায় রিয়া। সোমবার সকালে ওই নদীর জল থেকেই উদ্ধার করা হয় তার মৃতদেহ। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এবিষয়ে মৃতার জ্যেঠু শ্যামল কুমার রায় কি বলছেন শুনব-
ফোর্টিন টাইমলাইন, রাধিকাপুর, উত্তর দিনাজপুর।