আবারও এক ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে আতঙ্ক ছড়াল কলকাতায়। এক স্বর্ণব্যবসায়ীর নিজের দোকান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই দোকান থেকে তার লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। সেই নোটে কয়েকজনের নামও তিনি উল্লেখ করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে পোস্তার ৫ নম্বর কান্নুলাল লেনের কাছাকাছি এলাকায়।
সূত্রের খবর, মৃত সেই ব্যবসায়ীর নাম নন্দলাল সোনি। বয়স ৫০ বছর। তিনি লেকটাউন থানা এলাকার বাসিন্দা। রবিবার দোকানে যান নন্দলালবাবু। রাত বাড়তে থাকলে তার পরিবারের সদস্যদের চিন্তা শুরু হতে হতে থাকে। এরপর নন্দলালবাবুর ছেলে মায়াঙ্ক দোকানে তার খোঁজে অসেন। ওই যুবক দোকানে গিয়ে দেখেন- দোকান ভিতর থেকে বন্ধ। বেশ কয়েকবার দোকানের দরজায় ধাক্কাও দেন তিনি। কিন্তু, কারও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বাধ্য হয়ে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন মায়াঙ্ক। স্থানীয়রা এসে দোকানের দরজা ভাঙে। দেখা যায় দোকানের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই স্বর্ণ ব্যবসায়ী নন্দলালবাবু।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে নামানো হয়। এরপর তাকে তড়িঘড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষাণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তার লেখা একটি সুইসাইড নোট। যেখানে ৬ জনের নাম পাওয়া যায়। তারা কিভাবে মৃত ব্যবসায়ী নন্দলালবাবুকে চেনেন? সেই ব্যবসায়ীর মৃত্যুর সঙ্গে তাদের নাম কিভাবে জড়িয়ে আছে? তা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন ওয়েবডেস্ক, কলকাতা।