কিশোরী ছাত্রী রাবিয়া খাতুনকে ফুসলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল তার মামা মোশারফ হুসেনের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার করণদীঘি থানার কামারতোর এলাকায়। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা খাতুন কি বলেছেন শুনবো-
অন্যদিকে কিশোরী ছাত্রীটির ঠাকুরদা ইসাহাক আলির বক্তব্য শুনুন-
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করণদিঘি থানার পুলিশ। অভিযুক্ত মামাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় থানায়।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।