Karandighi : বিধ্বংসী আগুনে দোকান পুড়ে ছাই, সন্দেহ নাশকতা

আরও পড়ুন

বৃহস্পতিবার গভীররাতে করণদিঘির আলতাপুর গ্রামপঞ্চায়েতের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী এবং নগদ টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। ভস্মীভূত হয়েছে বিভিন্ন ক্রেতাদের কাছে বকেয়া থাকা খাতাটিও । রাতেই আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক। এলাকার মানুষের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় মানুষের বক্তব্য-প্রায় দেড় ঘন্টার দূরত্বে থাকা দমকলকেন্দ্রে খবর দেওয়ার সময়ই পাননি তারা। শুক্রবার সকালে খবর পেয়ে ছুটে আসে করণদিঘি থানার পুলিশ। দোকান মালিকের বক্তব্য পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই দোকানটিতে আগুন লাগানো হয়েছে। তবে বক্তব্য, পাল্টা বক্তব্য যাই থাকুক না কেনও আখেরে যে দোকান মালিক পথে বসল তাতে কোন সন্দেহ নেই।

করণদিঘির আলতাপুর থেকে অভি সিনহার রিপোর্ট, টাইম ফোরটিন ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close