রান্নার তেলের থেকে তৈরী হওয়া জ্বালানিকে কাজে লাগিয়ে ওড়ানো হলো এক সুবিশাল প্লেন(A380 Superjumbo এয়ারবাস) অথরিং টুল আসিসিবিলিটি এর তথ্য থেকে জানা যায় যে,পৃথিবীতে যে পরিমান কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয় তার বেশিরভাগ শতাংশই এয়ারলাইন্স এভিয়েশন থেকে।রান্নার তেল থেকে তৈরী হওয়া জ্বালানি দিয়ে ওড়ানো এই প্লেন উড়েছিল তিন ঘন্টা এমনিও ২০৫০সালের মধ্যে কার্বন-ডাই -অক্সাইড এর বিকল্প ব্যাবস্থার চিন্তাভাবনা চলছিল।
ক্রমশ এই ধরনের জ্বালানি জনপ্রিয় হয়ে উঠবে বিমান নির্মাণকারী সংস্থাগুলোর মধ্যে।১০০ শতাংশ বায়ো ফুয়েল ব্যবহার করে এই বিমান ওড়ানো হয়েছে ফ্রান্সের তুলুসে-র ব্লগনাগ বিমানবন্দর থেকে।মঙ্গলবার আরো একটি টেস্ট বিমান ওড়ানো হবে প্লেনটি উড়বে আড়াইঘন্টা তুলুসে থেকে নাইস পর্যন্ত। ল্যান্ডিংয়ের সময় কীভাবে সাসটেনেবল অ্যাভিয়েশন ফুয়েল কাজ করে, তা দেখাই মূল লক্ষ্য থাকবে। তবে এটা স্পষ্ট যে পরিমান কার্বন ডাই অক্সাইড নির্বাহ হতো তার থেকে রেহাই পাওয়া গেলো এই বিকল্প ব্যাবস্থা থেকে। এই কথা মাথায় রেখেই প্রথমবার এই দীর্ঘমেয়াদি জ্বালানি দিয়ে বিমান উড়িয়েছে তারা।