উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাতের কারনে বালুরঘাটের আত্রেয়ী নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একরাতেই জলমগ্ন হয়ে পড়ল বালুরঘাট পুরসভার আত্রেয়ী কলোনী এলাকা। বেশ কিছুদিন থেকেই জল বাড়ছিল আত্রেয়ী নদীর। বৃহস্পতিবার রাতে একবারে অনেকটা জল বেড়ে যাওয়ায় জল ঢুকে পড়ে আত্রেয়ী কলোনীর একাধিক বাড়িতে। এমতাবস্থায় গতকাল রাতেই শহরের মণিমেলা প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা।
এদিকে বিষয়টি জানতে পেরেই শুক্রবার দুপুরে মণিমেলা স্কুলে যান বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, বালুরঘাট থানার আইসি-সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা। এইদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়। বালুরঘাট আত্রেয়ী নদীর বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন পুরসভা ভাইস চেয়ারম্যান, বালুরঘাট থানার আইসি-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
আত্রেয়ী কলোনীর বাসিন্দা গীতা গোস্বামী জানিয়েছেন, ইঁদুরে বাঁধ কেটে দেওয়াই এমন সমস্যা হয়েছে। বালির বস্তা ফেলা হলেও কোন কাজে আসেনি। প্রশাসনকে গুরুত্বসহকারে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, দুর্গতদের মণিমেলা স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরসভা তাদের খাওয়ার ব্যবস্থাও করছে।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।