সৌরজগতের বাইরে থেকে ধূমকেতু আস্তে চলেছে
অনেকদিন হলো আমাদের সৌরজগতে প্রবেশ করেছে C/2021 03(PanSTARRS) নামের এই ধূমকেতুটি( Comet)। সৌরজগতে অবস্থিত গ্রহগুলির দিকে ধীরে ধীরে ধেয়ে আসছে এই ধূমকেতু। মে মাসের শেষের দিকে হয়তো ধূমকেতুটিকে আকাশে দেখা যেতে পারে। বিজ্ঞানীদের থেকে এমনটাই জানা গিয়েছে। সাধারণ মানুষের কাছে হ্যালির ধূমকেতু পরিচিত। কারণ, এই ধূমকেতু একবার দেখা গেলে অনেক বছর পর আবার একে দেখতে পাওয়া যায়।
জানা গিয়েছে যে,২০১১ সালের জুলাই মাসে এই ধূমকেতুর সৃষ্টি হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন,পৃথিবী থেকে একে দেখলে মনে হবে ধূমকেতুটি সূর্যের পিছনে রয়েছে। তারা আরো জানিয়েছেন, আমাদের সৌরমণ্ডলের থেকে সবচেয়ে দূরে Oort Cloud নামে একটি গোলাকার সেলের সামনের দিকে এগিয়ে আসছে এই ধূমকেতু। একটি পুরু আস্তরণের এই বাবল ওয়ার্ট ক্লাউড সেলটি আকার এবং আয়তনে যথেষ্টই বড়ো। কখনও কখনও এই ওয়ার্ট ক্লাউড টি পাহাড়ের ন্যায় সমান বা তার থেকেও বেশি আয়তন ধারণ করে। এটি একটি বিশালাকার বুদ্বুদের আবরণ হওয়ায় সেখান থেকে ধূমকেতুটি আমাদের সৌরজগতে ঢুকে পড়েছিল। যদি এই ধূমকেতুটি আমাদের এই নীল গ্রহের কাছে এসে টিকে যায় তাহলেই এটি একটি নতুন রূপ নেবে। একটি স্পেস টেলিস্কোপ, যার নাম PanSTARRS,সেখানেই প্রথম এই ধূমকেতুটি ধরা পরেছিল। টেলিস্কোপটির নামানুসারেই ধূমকেতুটির নাম রাখা হয় PanSTARRS Comet।
বিজ্ঞানীদের মতে ,এই ধূমকেতু দেখতে হলে বাইনোকুলারের দ্বারা দেখতে হবে, খালি চোখে দেখা যাবে না। সূর্যের কাছে আসলে ধূমকেতুটির উজ্জলতার হ্রাসবৃদ্ধি ঘটতে পারে। সূর্যের কাছাকাছি পৌঁছানোর পর ধূমকেতুটি যদি অভিকর্ষজ বলটিকে কাটিয়ে উঠতে পারে তাহলে সেটি সৌরজগতের কক্ষপথ ধরে বেরিয়ে যাবে আর কখনও ফিরবে না।