অন্নপ্রাশনের ভাত মুখে দিতেই মৃত্যু ঘটল শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ থানার বলরামপুরে। মৃত ওই শিশুর নাম অপূর্ব মন্ডল। পরিবার সূত্রে খবর- শনিবার তার অন্নপ্রাশন নামের অনুষ্ঠান ছিল। পরিবারের সদস্যরা তাকে বাড়ির সামনে থাকা একটি মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি। ভাত খাওয়ানোর পর থেকেই তার শুরু হয় শ্বাসকষ্ট। পরিবারের সদস্যরা তড়িঘড়ি স্থানীয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান শিশুটিকে। সেখানে দ্রুততার সঙ্গে অক্সিজেন দেওয়া হয় অপূর্বকে। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রায় নিথর হওয়ার পথেই যাচ্ছিল শিশুটি। এরপর পর্যবেক্ষণে রেখে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রের খবর- বেশ কিছুদিন ধরেই অপূর্বর সর্দি লেগেছিল। সেইসঙ্গে ছিল তার তীব্র শ্বাসকষ্টও। যে কারনে চিকিৎসকের পরামর্শে রীতিমতো ওষুধও খাচ্ছিল দুগ্ধপোষ্য শিশুটি। এরপর মন্দিরে নিয়ে অন্নপ্রাশনের ভাত খাওয়াতেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা (!) প্রতিবেশীরা বলছেন-শিশুমৃত্যুর যন্ত্রণা এই পরিবারটিকে জীবনভর বয়ে বেড়াতে হবে। আগামীদিনে এই পরিবারে নবাগত যেকোনও শিশুর জন্মের পর অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে থেকে গেল বড় মাপের প্রশ্ন চিহ্ন।
ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।