ভাটপাড়ার পরেই ফের জগদ্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের। ভাটপাড়ার রেশ কাটতে না কাটতেই ফের উত্তর ২৪ পরগনার জগদ্দলে চলল গুলি। মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ বছরের রোহিত দাস। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। সূত্রের খবর, জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত দাস। বয়স ১৯ বছর। ভাটপাড়া (Bhatpara) পুরসভার জগদ্দলের ২৬ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনিবাস পল্লির বাসিন্দা ওই যুবক। পরিবার সূত্রে খবর, জুটমিলে কাজ করতেন রোহিত। শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। এরপরই গুলির শব্দ শুনতে পান দাস পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই তাঁরা ঘর থেকে ছুটে বের হন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রোহিত। তাঁকে লক্ষ্য করে পেটে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায়তেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গোলঘর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবর শুনেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। তদন্তকারী অফিসারদের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। দুষ্কৃতী আর কেউ-ই নয়, খোদ রোহিতের বন্ধু করণ। সূত্রের খবর- শনিবার দুপুরের মদের আসরও বসেছিল রোহিতের বাড়িতে। সেখানেই উপস্থিত ছিল তার বন্ধু করণ। এরপরই রাতে এমন ঘটনা। শনিবার রাতে ‘শুট আউটের’- পরই সেখান থেকে গা ঢাকা দেয় রোহিতের বন্ধুটি। পুলিশ তারই খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, জগদ্দল,উত্তর ২৪ পরগণা।
Published by Subrata Das, Fourteen web desk.