রবিবার সন্ধ্যায় চাকুলিয়ার ৫ তৃণমূল নেতা-নেত্রীকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করে চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ সেতাবুদ্দিন। রবিবার সন্ধ্যায় চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেই সাংবাদিক বৈঠকে তিনি সূর্যাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিপ্লব বিশ্বাস, সূর্যাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ সিংহ, মেনজার কাদরী যুব শক্তির কো-অডিনোটার, মাসিহুজ্জামা কাদরী এবং তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য, মেনজার হাবিব প্রাক্তন তৃণমূল কংগ্রেসের INTTUC ব্লক সভাপতি । এই পাঁচ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক সভাপতি মোহাম্মদ সেতাবুদ্দিন। তিনি আর কি কি বলেছেন শুনুন-
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য মাসিহুজ্জামা কাদরীকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এবিষয়টি তার অজানা। তবে সোমবার বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছেন দলের জেলা কানাইয়া লাল আগরওয়ালার কাছে পুনঃ বিবেচনার জন্য আবেদন জানাবেন।
ফোর্টিন টাইমলাইন, চাকুলিয়া, উত্তর দিনাজপুর।